সর্বশেষ

সাহিত্য

চতুর

লাকি জাদু
লাকি জাদু

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চতুর সর্বদাই চতুরতার ছলে,
ডানা মেলেই ছুটে চলে
এ প্রান্ত হতে ঐ প্রান্তে
ছলচাতুরীর বলে,

জনে জনে নিজ ঢোলে
মুগ্ধ করে অবলীলে।
না করে অনুশোচনা,
না করে স্বীকার শির তুলে
মানুষ রূপেই জলপূর্ণ,
রয় সে আবডালে।
চতুর সর্বদাই ভয়ে টলে
মিথ্যার খুব অভাব হলে
তবেই সত্যি বলে,
সহসাই সে বন্দি করে
বাচন ভঙ্গির জালে।
অন্যায় হোক নীতিবিরোধী
ভোগ করে দখলে,
চারদিকে এতো সংশয়
কে নেয় তা আমলে।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন