জাতীয়

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৯৫ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের একজন ১৪ বছর বয়সী কিশোর এবং অন্যজন ৪৮ বছর বয়সী নারী। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই দুইজনের মৃত্যু হয়।

একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালে ৬০ জন, ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে—ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৩০ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৮ জন নারী। এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫ জনে।

স্বাস্থ্য অধিদফতর সকলকে মশক নিধন কার্যক্রম জোরদার এবং সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন