আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ ও সাম্প্রতিক সংকটে খামেনির ভিডিও

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের বহু সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ২৬ জুন জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই ভাষণে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

খামেনি বলেন, ‘‘আমাদের দেশের প্রিয় ও মহান জাতির প্রতি রইল আমার সালাম। আমাদের কয়েকজন কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকের শাহাদাত, যা সবার জন্য কষ্টদায়ক, তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মাগুলোকে তার বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।’’

তিনি আরও বলেন, ‘‘ইহুদিবাদী ইসরায়েল শুধু বড় ভুলই নয়, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে (দখলদার ইসরায়েল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না। তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তারা ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছেন।’’

খামেনি বলেন, ‘‘নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ট হয়ে পড়বে। তারা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে।’’

সাম্প্রতিক সময়ে খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। ইসরায়েলের হামলার পর তিনি নিরাপদ বাংকারে অবস্থান করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন