খেলা

আবারও নিশাঙ্কার ব্যাটে দিশেহারা বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গল টেস্টে দারুণ শুরুর পরও জয়ের মুখ দেখা হয়নি বাংলাদেশের। এবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টেও সেই চিত্রের পুনরাবৃত্তি আর সেটার মূলে রয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা।

প্রথম ইনিংসে বল হাতে সেভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২৪৭ রানে অলআউট হওয়ার পর লঙ্কান ইনিংস শুরুর সঙ্গে সঙ্গেই রক্ষণচিত্রে ফাঁটল দেখা যায়। শুরুতে ঝড় তুলে খেলে নিশাঙ্কা ও লাহিরু উদারা গড়ে তোলেন ৮৩ রানের উদ্বোধনী জুটি।

উদারাকে তাইজুল ফিরিয়ে দিলেও বিপদমুক্ত হয়নি সফরকারীরা। কারণ এরপর উইকেটে এসে সেট হয়ে যান দিনেশ চান্দিমাল, আর অন্য প্রান্তে দাঁড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা। দৃঢ়তায় ভর করে এই দুই ব্যাটার গড়ে তোলেন শতরানের জুটি।

এই প্রতিবেদন লেখার সময় ৫৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২০৩ রান। নিশাঙ্কা অপরাজিত আছেন ১০১ রানে, চান্দিমাল ৫৯ রানে। ফলে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে মাত্র ৪৪ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা, হাতে ৯টি উইকেট।

নিশাঙ্কার ব্যাটিং ছিল পরিপক্বতার দৃষ্টান্ত। বল বেছে খেলে কখনও ধৈর্য ধরে, আবার সুযোগ পেলেই আক্রমণ করে বাউন্ডারি আদায় করেছেন। তার এই ইনিংসে বারবারই অসহায় দেখিয়েছে বাংলাদেশের বোলারদের।

প্রথম টেস্টে ১৮৭ রানের ইনিংস খেলা এই ওপেনার দ্বিতীয় ম্যাচেও বড় সংগ্রহের পথে। তার ধারাবাহিক ফর্ম বাংলাদেশ দলের জন্য এখন বড় এক দুশ্চিন্তার কারণ।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন