জাতীয়

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ জুন, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।”

এর আগে ২২ জুন রাজধানীর উত্তরা থেকে আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদাকেও গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে একটি মামলার আবেদন জমা দেওয়া হয়। দলটির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই আবেদন করেন।
এতে “প্রহসনের নির্বাচন আয়োজন ও পরিচালনার মাধ্যমে সংবিধান ও জনগণের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা”র অভিযোগ আনা হয় সাবেক তিন সিইসি, বিভিন্ন নির্বাচন কমিশনার, সচিব ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে।

মামলার আবেদনে মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন ২০১৪ সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, ২০১৮ সালের সিইসি এ কে এম নূরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী সিইসি কাজী হাবিবুল আউয়াল।

তালিকায় আরও আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, একাধিক সাবেক আইজিপি ও পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং সামরিক গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক প্রধানরাও।

এই মামলার প্রেক্ষিতেই একের পর এক গ্রেফতার শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামলাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন