সর্বশেষ

শিক্ষা

এইচএসসি চলাকালে কোচিং সেন্টার বন্ধ ঘোষণা: শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে এবং প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

এর আগে চলতি জুন মাসেই এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপত্তা সংস্থা এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার সময় কঠোর নজরদারি, সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটরিং বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

পরীক্ষার সময়সূচি ও অংশগ্রহণ
আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ৮১ হাজার ৮৮২ জন কম। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

অতীত অভিজ্ঞতা ও সরকারের সতর্ক অবস্থান
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অতীতের অভিজ্ঞতা বলছে কোচিং সেন্টার খোলা থাকলে পরীক্ষার আগে প্রশ্নফাঁস, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর ঝুঁকি থাকে। তাই এবারে সরকার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে।

পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে গুজবে কান না দিতে এবং যাচাইবিহীন তথ্য এড়িয়ে চলতে।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন