সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় তিলক্ষেত থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ২৩ জুন, ২০২৫ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা এলাকার একটি বিলের তিলক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে বয়রা গ্রামের মো. সাখায়েত হোসেন তিল কাটতে গিয়ে বিলের মাঝখানে কঙ্কালটি দেখতে পান। পরে তিনি বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, নারীদের সালোয়ার-কামিজ এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির বিভিন্ন স্থানে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। লম্বা চুল ও নারীদের পোশাক দেখে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর। মরদেহটির পরিচয় শনাক্তে আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন