সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইরানকে প্রভাবিত করে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি খোলা রাখতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চীন, কারণ তাদের তেলের একটি বড় অংশ এই পথ দিয়েই আসে।” তিনি আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন স্থাপন বা চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে শুধু চীন নয়, বিশ্বের আরও অনেক দেশকে এর চড়া মূল্য দিতে হবে।

রুবিও জানান, ইরান যদি এই পথ বন্ধ করে, সেটি হবে তাদের জন্য ‘বাণিজ্যিক আত্মহত্যা’। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর সম্পূর্ণ সামর্থ্য রাখে এবং এ বিষয়ে চীনকেও ভূমিকা রাখতে হবে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ এশিয়ার দেশগুলো এই পথের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। ইরান যদি প্রণালী বন্ধ করে, তাহলে বৈশ্বিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন