সর্বশেষ

জাতীয়

ইরানে আটকা পড়া বাংলাদেশিরা আজ দেশে ফিরছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে চলমান অস্থিরতা ও নিরাপত্তা সংকটের কারণে সেখানে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৩ জুন ২০২৫) প্রথম দফায় প্রায় ১০০ জন বাংলাদেশি ইরান থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিফ শাহ রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। যারা দেশে ফিরতে ইচ্ছুক, তারা তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন। প্রত্যাবাসন কার্যক্রম সরকারি খরচে পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও বাংলাদেশিদের দেশে ফেরানো হবে।

ইরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের মধ্যে অধিকাংশই নিরাপদে আছেন বলে জানা গেছে। তবে, যারা দেশে ফিরতে চান, তাদের জন্য দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ সহায়তা এবং হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রত্যাবাসন কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য আমরা সকল পদক্ষেপ নিচ্ছি।”

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন