সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৯

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রবিবার ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো ও নিরাপত্তা বাহিনীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কেরমানশাহ, হামেদান ও তেহরান সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্র গুদাম, রাডার ও সামরিক স্যাটেলাইট অবকাঠামো লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়।

ইরানি সংবাদমাধ্যম ও সরকারি সূত্র জানিয়েছে, ইয়াজদ প্রদেশে দুটি সামরিক স্থাপনায় হামলায় অন্তত ৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সদস্য। এছাড়া তাবরিজ শহরে আরও দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন চার শতাধিক এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। রবিবারের হামলায় সামরিক স্থাপনাগুলো ছাড়াও আশপাশের এলাকায় বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামলায় ইরানের দুটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। কুজেস্তান, বুশেহর ও ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রবিবারের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক সংস্থা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন