সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠক সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২২ জুন, ২০২৫ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে আজ (রোববার) মস্কো যাচ্ছেন।

মার্কিন বিমান বাহিনীর সাম্প্রতিক হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সফরটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

রোববার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, “আমি আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।” তিনি আরও জানান, রাশিয়া ইরানের কৌশলগত অংশীদার এবং দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ ও অবস্থান সমন্বয় হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। মন্ত্রণালয় আরও বলেছে, “এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে ইরানের”।

রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, তবে এই চুক্তিতে সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। রাশিয়া ইরানের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ)-এর অন্যতম স্বাক্ষরকারী দেশ, ফলে পারমাণবিক ইস্যুতে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আমরা প্রস্তুত, তবে আগ্রাসন বন্ধ না হলে কূটনীতিতে ফেরা সম্ভব নয়”।
আগামীকাল (সোমবার) আরাঘচি ও পুতিনের মধ্যে বৈঠকে ইরান-রাশিয়া কৌশলগত সম্পর্ক, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন