সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত: আরাগচি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ জুন, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে "গর্হিত" ও "আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী" হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান সব সম্ভাব্য বিকল্প সংরক্ষণ করে রেখেছে।

রোববার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, “আজ সকালের ঘটনা ভয়াবহ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব অনিবার্য। জাতিসঙ্ঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত এই বিপজ্জনক, বেআইনি এবং অপরাধমূলক আচরণের বিরুদ্ধে সচেতন থাকা।”

তিনি আরও বলেন, জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েও যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘ সনদের চরম লঙ্ঘন করেছে।

এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের ‘বর্বরোচিত হামলার’ কড়া সমালোচনা করেছে। ফোরদোসহ তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় সংস্থাটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ভূমিকা ‘উদাসীন’ এবং কখনো কখনো ‘সহায়তাকারী’ বলেও প্রতীয়মান হচ্ছে।

বিবৃতিতে বৈশ্বিক সম্প্রদায়কে ইরানের উপর চালানো হামলার নিন্দা এবং দেশটির ‘ন্যায্য ও আত্মরক্ষামূলক অবস্থান’-কে সমর্থনের আহ্বান জানানো হয়েছে।

ইরানের পরমাণু সংস্থা জানিয়েছে, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও দেশটির বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবেন। সংস্থাটি প্রয়োজন হলে আইনি পদক্ষেপ গ্রহণসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও স্পষ্ট করেছে।

 

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন