খেলা

ডাচ উইঙ্গার কুইন্সি প্রোমেস গ্রেফতার, মাদক ও হামলার দায়ে কারাদণ্ড

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ড্রাগ পাচার এবং সহিংসতার অভিযোগে সাত বছরেরও বেশি কারাদণ্ডপ্রাপ্ত নেদারল্যান্ডসের সাবেক উইঙ্গার কুইন্সি প্রোমেস–কে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ডাচ প্রসিকিউটর অফিসের বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে দুবাইয়ে গ্রেপ্তারের পর ডাচ কর্তৃপক্ষের অনুরোধে তাকে নেদারল্যান্ডসে প্রত্যার্পণ করা হয়।

৩৩ বছর বয়সী এই সাবেক জাতীয় দলের ফুটবলার ২০২০ সালে বেলজিয়াম থেকে এক টনের বেশি কোকেন পাচারের ঘটনায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। একই বছরে এক পারিবারিক অনুষ্ঠানে চাচাতো ভাইকে ছুরি মারার ঘটনায় তাকে আরও ১৮ মাসের সাজা দেওয়া হয়।

তবে দুই মামলার কোনওটিতেই এখনো কারাগারে দিন কাটাতে হয়নি প্রোমেসকে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ডাচ প্রসিকিউশনের একজন মুখপাত্র বলেন, ‘প্রোমেস বর্তমানে নেদারল্যান্ডসে পুলিশের হেফাজতে আছেন।’

২০০৯ সালে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন প্রোমেস, নেদারল্যান্ডসের ক্লাব টুয়েন্টের হয়ে। এরপর রাশিয়ার স্পার্তাক মস্কো, স্পেনের সেভিয়া ও ডাচ ক্লাব আয়াক্সে খেলার পর আবার রাশিয়ায় ফিরে যান। সর্বশেষ তিনি দুবাই ইউনাইটেডের হয়ে খেলছিলেন।

জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচে ৭টি গোল করেছেন তিনি। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হলেও সর্বশেষ ম্যাচ খেলেন ২০২৩ সালে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন