সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলের পরবর্তী টার্গেট কে?

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২১ জুন, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ইসরাইলের ভবিষ্যৎ সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য এবং বিভিন্ন বিশ্লেষকের পর্যবেক্ষণে উঠে এসেছে—ইসরাইলের পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক অথবা মিশর।

গত সপ্তাহে ইসরাইল ইরানে ব্যাপক সামরিক হামলা, যার কোডনাম ‘অপারেশন রাইজিং লায়ন’। এই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবন লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলা পরিচালনা করছে। এর ফলে ইরান-ইসরাইল উত্তেজনা নতুন মাত্রা পায় এবং গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইসলামি সামরিকীকরণের মাধ্যমে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তাই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে এই দুটি দেশই।” তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতায় পাকিস্তানের উচিত খুবই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে, নাকি আত্মরক্ষার জন্য ভিন্ন পথ বেছে নেবে—এটা এখন তাদের জন্য বড় প্রশ্ন”।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও সংবাদমাধ্যমের মতে, ইসরাইলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হিসেবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের নাম উঠে আসছে। তবে, এসব দেশের মধ্যে পাকিস্তানকে ঘিরে উদ্বেগ সবচেয়ে বেশি। কারণ, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইসরাইলের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন