সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সেনা-পুলিশের অভিযানে গুলিসহ বিএনপি নেতা আটক

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামের এক ব্যক্তিকে গুলিসহ আটক করা হয়েছে।

তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতারা।

শুক্রবার (২০ জুন) গভীর রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এই তল্লাশি অভিযানে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

আটক মাহমুদর হাসান পাতা নতুন আমদহ গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, “আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।” তবে তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, “আমরা সে বিষয়ে নিশ্চিত নই।”

অন্যদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ বলেন, “মাহমুদর হাসান পাতা আমাদের উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে তাকে গুলিসহ আটকের বিষয়টি আমরা এখনো জানি না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে এই ধরনের অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন