সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ফের বিএসএফ-এর পুশইন, ৬ বাংলাদেশি ফেরত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে।

বুধবার (১৮ জুন) রাতে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পুশইন হওয়া ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে তিনজনকে রাতেই পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসব ব্যক্তি বিভিন্ন সময় ভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতের বোম্বে (মুম্বাই) গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত হয়ে বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।

আটকদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আবু সাঈদ মুন্সি, রংপুরের ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের রোকসানা বেগম, যশোরের সাবরিনা খাতুন ও হাফিজা বেগম এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার রোকসানা খাতুন। এদের মধ্যে কেউ গৃহকর্মী, কেউ কৃষিকাজে যুক্ত ছিলেন।

এ ঘটনায় সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন