সর্বশেষ

আন্তর্জাতিক

শুক্রবার ইরানের সঙ্গে বসছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও ইউরোপের তিন শক্তিধর দেশ—জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।

আগামী ২০ জুন শুক্রবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবারের এই বৈঠকে পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হবে। ইউরোপীয় দেশগুলো ইরানকে তার পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ রাখার জন্য চাপ দিচ্ছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, “আমরা ইরানের সঙ্গে সরাসরি ও খোলামেলা আলোচনায় বসতে যাচ্ছি। এই মুহূর্তে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক সংলাপই একমাত্র পথ।”

বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে, পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ পর্যায়ে আরও গভীর সংলাপ শুরু হতে পারে।

আন্তর্জাতিক মহল শুক্রবারের বৈঠকের দিকে গভীর নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, সফল আলোচনা হলে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে আস্থার সংকট কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন