সর্বশেষ

জাতীয়

নির্বাচনী দায়িত্বে এখনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী: কর্নেল শফিকুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

তবে নির্দেশনা পেলে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করতে সেনাবাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কর্নেল শফিকুল।

তিনি বলেন, “সরকার এখনো আমাদের কোনো অফিসিয়াল নির্দেশনা দেয়নি। তবে নির্দেশনা পেলে আমরা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব যথারীতি পালন করব।”

মব ভায়োলেন্স বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, “জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী বরাবরই কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরে ঘটে যাওয়া একটি মব ভায়োলেন্সের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত উপস্থিতির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

ঈদুল আজহাকে কেন্দ্র করে সেনাবাহিনীর কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বাস, লঞ্চ ও রেলস্টেশন এলাকায় সেনাসদস্যরা টহল দিয়েছেন এবং স্পর্শকাতর স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, “পুরুষ সদস্যদের পাশাপাশি নারী অফিসার ও সৈনিকরাও ঈদের সময় দায়িত্ব পালন করেছেন। ঈদযাত্রায় আমরা ১,২৫৫টি গাড়ি থেকে প্রায় ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দিতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, “বিগত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।”

এক আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় পতাকা বিক্রেতাকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে কর্নেল শফিকুল বলেন, “ঘটনাটি দুঃখজনক ও বিচ্ছিন্ন। আমরা পরে ওই ব্যক্তিকে ডেকে সমবেদনা জানিয়েছি এবং এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে তিনি তার ব্যবসা চালিয়ে যেতে পারেন।”

ভারত ও মিয়ানমার সীমান্তে পুশইন পরিস্থিতি প্রসঙ্গে কর্নেল শফিকুল জানান, বর্তমানে বিজিবি ও কোস্টগার্ড সজাগ রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। গোপনীয়তা রক্ষা করে অভিযান পরিচালনা করা হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন