সর্বশেষ

সারাদেশ

নাটোরে সংঘর্ষ মামলায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে মামলার এজাহারভুক্ত ১৯ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুইজনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ১৭ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেনসহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

আদালতের পুলিশ পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, আসামিরা এর আগে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নাটোর আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন প্রার্থনা করেন। তবে বিচারক অধিকাংশের জামিন নাকচ করে কারাগারে পাঠান।

তিনি আরও জানান, এজলাস রুম থেকে হাজতখানায় নেওয়ার সময় আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন