আন্তর্জাতিক

নাতাঞ্জে ইসরাইলের বিমান হামলা, ইরানের পালটা জবাব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, এই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির গোপন কর্মসূচির অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, “নাতাঞ্জ স্থাপনাটিতে এমন উপাদান ও যন্ত্রপাতি রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। এই প্রকল্প ইরানের পারমাণবিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এই প্রথম নয় নাতাঞ্জে এর আগেও হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর প্রধান জানান, গত শুক্রবার (১৩ জুন) ইসরাইল সেখানে আরও একটি হামলা চালায়, যাতে কেন্দ্রটির ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ ইউনিটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি, ক্ষতির পরিমাণ গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।

তেহরান অবশ্য তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করছে। গত রোববার ইরান আইএইএর ৩৫ সদস্যের পর্ষদের প্রতি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

নাতাঞ্জ কেন্দ্রটি তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি একটি বাংকারযুক্ত, ভূগর্ভস্থ এবং অতি সুরক্ষিত স্থাপনা, যার অস্তিত্ব ২০০২ সালে প্রথম প্রকাশ্যে আসে। এতে দুটি বড় সমৃদ্ধকরণ ইউনিট রয়েছে, যেখানে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি স্থাপন করা আছে। এর আগেও ২০২১ সালের এপ্রিলে এখানে একবার হামলা হয়েছিল।

এদিকে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত ও ১,৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটির মতে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় জানা যায়নি।

ইরান সরকার অবশ্য হতাহতের তথ্য নিয়মিত প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি হিসাবে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১,২৭৭ জন আহত হয়েছেন।

ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরানও তেলআবিব লক্ষ্য করে পালটা হামলা চালিয়ে যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন