আন্তর্জাতিক

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৭২: ত্রাণ সংগ্রহকারীসহ শতাধিক হতাহত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ও বুধবারের হামলায় শুধু কেন্দ্রীয় গাজার সালাহ-আল-দ্বীন সড়কের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি ও বিমান হামলায় ২৯ জন ত্রাণ সংগ্রহকারী নিহত হন।

এছাড়া, দক্ষিণ গাজার আল-মাওয়াসি ক্যাম্পে তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় আরও ৮ জন নিহত হন; এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কেন্দ্রীয় গাজার মাঘাজি ক্যাম্পে একটি পরিবারের ১০ জন সদস্য একসঙ্গে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত একদিনে নিহতের সংখ্যা সর্বোচ্চ ১৪০ জনও বলা হচ্ছে, তবে আলজাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭০-এর বেশি নিহত নিশ্চিত। আহতের সংখ্যা শতাধিক, যাদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলি ও বিমান হামলার শিকার হন।

মানবিক সংকট তীব্র, ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা অব্যাহত
ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রায় ৪০০ জন ফিলিস্তিনি নিহত ও ৩,০০০-এর বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো গাজার পরিস্থিতিকে “অভূতপূর্ব মানবিক সংকট” বলে আখ্যা দিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও পূর্ণাঙ্গ ত্রাণ প্রবাহের দাবি জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫৫,৬৩৭ জন নিহত ও ১,২৯,৮৮০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে, যা গাজার মোট জনসংখ্যার অধিকাংশ। খাদ্য, চিকিৎসা ও জ্বালানির সংকট চরমে, হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন