সর্বশেষ

সারাদেশ

পদ্মার তীব্র ভাঙনে ঘরছাড়া ফরিদপুরের শতাধিক পরিবার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট।

ইতোমধ্যেই অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র সরে গেছে, কেউ কেউ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

নদীপাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে এখনো অনেকেই ঘর টিকিয়ে রাখার চেষ্টা করছেন। অনেকেই ঘরের চাল খোলার পরও খুঁটি ও দেয়াল রেখে দিয়েছেন এই আশায় যে, হয়তো ভাঙন থেমে যাবে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে চরাঞ্চলের মানুষ আতঙ্ক, উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন পার করছেন।

সদরপুরের বিভিন্ন ইউনিয়ন যেমন: নারিকেলবাড়িয়া, চরমানাইর, চরনাসিরপুর, এবং চরভদ্রাসনের চর হরিরামপুর, চরঝাউকান্দা, চরতাহেরপুর, চরকল্যাণপুর এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য মতে, গত দুই সপ্তাহেই কয়েক হাজার বিঘা বাদামের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, এবং অনেক পরিবার একেবারে ভিটেমাটি হারিয়েছে।

চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, “পদ্মার ভাঙনে আমাদের ইউনিয়নের অন্তত পাঁচটি পরিবার সম্পূর্ণরূপে গৃহহীন হয়ে গেছে। বাদামের জমি পানির নিচে চলে গেছে। পাউবোকে বিষয়টি জানিয়েও কোনো সাড়া পাইনি।”

চরভদ্রাসনের ইউএনও মনিরা খাতুন বলেন, “ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণে।”

সদরপুরের আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, “ভাঙনের মাত্রা এখন ভয়াবহ। মানুষ জানে না, কাল ঘর থাকবে কি না। এ এক নিরব দুর্যোগ।”

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন