সারাদেশ

রামুতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বুধবার, ১৮ জুন, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সিরাজুল হক গুরাইয়া (২৮)।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক একই ইউনিয়নের চাইল্যাতলী গ্রামের মো. কালুর ছেলে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের ডাম্পার ব্যবহার করে পাহাড় কাটছিলেন এবং মাটি সরবরাহ করছিলেন।
বুধবার ভোরে মাটি কাটার কাজ চলাকালীন সময় আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে। এতে তার নিয়োগকৃত শ্রমিক সিরাজুল হক ঘটনাস্থলেই মাটি চাপা পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য, রামু থানার তদন্ত কর্মকর্তা মো. ফরিদ জানান, “পাহাড় কাটার সময় ধস নামলে সিরাজুল হক মাটির নিচে চাপা পড়েন। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন