জাতীয়

একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৪৪ জন, অর্ধেকের বেশি বরিশাল বিভাগে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৪ জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগেই শনাক্ত হয়েছেন ১৩৮ জন, যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দেওয়া মঙ্গলবারের (১৭ জুন) বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

এ বছর ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৩.৩ শতাংশ পুরুষ এবং ৪৬.৭ শতাংশ নারী।

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক কম। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন রোগী। অন্যদিকে, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২০৮ জন।

চলতি বছরের শুরু থেকে ১৭ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ হাজার ৪৬৬ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৯.২ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০.৮ শতাংশ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন