সর্বশেষ

খেলা

গলে শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গল টেস্টে চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ভালো অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। তার সঙ্গে ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

মঙ্গলবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের পঞ্চম ওভারে শূন্য রানে আউট হন ওপেনার এনামুল হক বিজয়। ১০ বল খেলেও রান না করে আসিথা ফার্নান্দোর শিকার হন তিনি। দলীয় রান তখন মাত্র ৫।

দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। তবে অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রথনায়েকের ঘূর্ণিতে এক ওভারেই ভেঙে যায় সেই জুটি। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে সাদমান (৫৩ বলে ১৪) এবং ১৭তম ওভারের প্রথম বলেই মুমিনুল (৩৩ বলে ২৯) ফিরে গেলে দলীয় ৪৫ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা।

চাপের মুখে শান্ত ও মুশফিক জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখাতে শুরু করেন। ধীরে ধীরে শুরুর বিপর্যয় সামলে ১০০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৫১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৮ রান। শান্ত ৬০ এবং মুশফিক ৫২ রানে অপরাজিত রয়েছেন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন