সর্বশেষ

জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (১৬ জুন) বিকেলে এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ২২ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে এনটিআরসিএর (www.ntrca.gov.bd) অথবা টেলিটকের (http://ngi.teletalk.com.bd) নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

নিয়োগ কাঠামো

 

ঘোষিত পদের মধ্যে:

স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে ৪৬,২১১টি পদ
মাদরাসায় ৫৩,৫০১টি পদ
কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ

 

এই নিয়োগের জন্য প্রার্থীদের বয়স বিবেচনা করা হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন ২০২৪ অনুযায়ী। আবেদনকারী প্রার্থীর বয়স ওই দিনে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। এছাড়া নিবন্ধন সনদের মেয়াদও গণনা করা হবে ৪ জুন থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত।

আবেদনসংক্রান্ত নির্দেশনা

 

প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবেন। তবে আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান করলে, নিয়োগ সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এছাড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিত বা বাতিলসহ ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন