সারাদেশ

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে পুরোদমে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ১৬ জুন, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (১৫ জুন) সকাল থেকে পুরোদমে চালু হয় দুই দেশের মধ্যকার বাণিজ্য। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ সংগঠনের যৌথ মতামতের ভিত্তিতে নেওয়া হয়।

তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল বলে জানান ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফাল দুলাল মণ্ডল।

ভোমরা কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আবু রাসেল আজাদ বলেন, “বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় আমদানি-রপ্তানিতে গতি ফিরেছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকে ভারত থেকে খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও নির্মাণ সামগ্রীসহ নানা পণ্য আমদানি হয়। একইসঙ্গে কিছু পণ্য রপ্তানিও হয়ে থাকে।”

তিনি আরও জানান, ভোমরা স্থলবন্দর থেকে সরকার প্রতিদিন গড়ে ২ থেকে ২.৫ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। এই বন্দরটি দুই দেশের মধ্যে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন