সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ জুন, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাঁদের হাজিরা সংক্রান্ত বিজ্ঞপ্তি একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশেরও আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই মাসের কথিত ‘গণ–অভ্যুত্থান’-সংক্রান্ত একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে আসামি করা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি মামুন, যিনি বর্তমানে ট্রাইব্যুনালে হাজির রয়েছেন।

সোমবারের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাসভবনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। তদন্তে উঠে এসেছে, তাঁরা বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এ প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে নিয়মিত হাজিরা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের আদেশ দেয়।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন