সর্বশেষ

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গতরাতে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা দাবি করেছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলের “সংবেদনশীল লক্ষ্যবস্তুতে” দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দ্য টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে তারা অবগত নয়। আইডিএফ-এর ভাষ্য, শুক্রবার হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, তবে সেটি ইসরায়েলের মূল ভূখণ্ডে নয়।

এর আগে, গত সপ্তাহে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। তখনও হুতিরা দাবি করেছিল, তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়ে বা প্রতিহত হয়।

এ বিষয়ে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ইয়েমেনি হুতিদের দাবি থাকলেও, ইসরায়েলি সামরিক বাহিনী সরাসরি কোনো আঘাতের তথ্য নিশ্চিত করেনি

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন