সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১৫ জুন, ২০২৫ ১২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামে ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক সাংগঠনিক সম্পাদকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রতন ঘরের মাটির মেঝে কোদাল দিয়ে সমান করার সময় অসাবধানতাবশত ঘরে সংযুক্ত একটি ফ্রিজের বৈদ্যুতিক তারে কোপ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রতন ছিলেন স্বভাব শান্ত ও পরিশ্রমী একজন যুবক। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এসআই আবুল কালাম আজাদ বলেন, “এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘরে বা যেকোনো কাজে বিদ্যুৎ সংযোগের আশেপাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।”

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন