সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় মোবাইল না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৫ জুন, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় বাবার কাছ থেকে মোবাইল ফোন না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী।

রোববার (১৫ জুন) দুপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শ্রীবর্ণা সাহা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সে গান শোনার জন্য বাবার কাছে মোবাইল ফোন চায়। কিন্তু বাবা গৌতম কুমার সাহা ফোন দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সে সাড়া না দিলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরের ভেতর শ্রীবর্ণাকে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিল্লাল সানী তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন