সর্বশেষ

সারাদেশ

পাবনায় অস্ত্রসহ যুবক আটক, মামলা দায়ের

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সদর উপজেলার মাসুম বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সাব্বির হোসেন (২৫)।

তিনি মাসুম বাজার এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হোসেনের ছেলে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রাত আনুমানিক আড়াইটার দিকে তালিমুদ্দিন একাডেমি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন সাব্বির। শনিবার রাতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ এবং একটি নোকিয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান এসআই সবুজ সাহা।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন