সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের গোপন উত্তেজনা এবার প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। শুক্রবার গভীর রাতে ইসরায়েল তেহরানসহ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়।

দিনের আলো ফোটার পর ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও ধ্বংসস্তূপের চিত্র স্পষ্ট হয়ে ওঠে, যা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় ইরানের ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাও হামলার লক্ষ্য ছিল। এসব হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘেরি ও আইআরজিসি কমান্ডার হোসেইন সালামিসহ অন্তত ২০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানি দূতের বরাতে জানা গেছে, মোট নিহতের সংখ্যা ৭৮ এবং আহত ৩২০ জনের বেশি।

হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে অন্তত ৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইরান দাবি করেছে, মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করেছে তারা, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত আরও দীর্ঘায়িত ও বিস্তৃত হতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন