সর্বশেষ

আন্তর্জাতিক

এবার ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি যাত্রীবাহী হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

রোববার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে গৌরীকুণ্ডের জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ মোট সাতজন নিহত হন, যাদের মধ্যে ছয়জন পূণ্যার্থী এবং ২৩ মাস বয়সী একটি শিশুও ছিল।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, আর্যন এভিয়েশন কোম্পানির এই হেলিকপ্টারটি মাত্র ১০ মিনিটের যাত্রাপথে ছিল। দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া বিরাজ করছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। এরপর এনডিআরএফ ও এসডিআরএফ উদ্ধারকাজে নামে।

নিহত পূণ্যার্থীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরে কেদারনাথ রুটে এটি পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা, যা হিমালয়ঘেঁষা দুর্গম এলাকায় যাত্রী পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন