সারাদেশ

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আবারো বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার, ১৫ জুন, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে আবারো বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কুতুব-জাকির মামা-ভাগ্নে কমিটিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিস্ক্রিয়, আওয়ামী লীগের দোসর, আপোষকামি ও আঁতাতকারীদের দিয়ে যেভাবে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে, দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে।

পাশাপাশি সার্চ কমিটি গঠনসহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন কাউকে না জানিয়ে নির্বাচন এবং ভোট ছাড়াই একের পর এক এসব কমিটি গঠন করা হচ্ছে। এটি জেলা বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নেই এগিয়ে যাচ্ছে তা নিন্দনীয়। এটা করার কোনো অধিকার তাদের নেই।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় সমাবেশে বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত শত শত নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন