সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৫ জুন, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের সাম্প্রতিক হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদের এক অধিবেশনে তিনি এই বক্তব্য দেন, যেখানে তিনি ইরানের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন এবং ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন।

 

খাজা আসিফ বলেন, ইসরাইল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে। তিনি বলেন, “ইরান আমাদের প্রতিবেশী ও ভাই। তাদের দুঃখ-কষ্টে আমরাও ব্যথিত। ইরানের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য।” তিনি আরও বলেন, “এই সংকটে পাকিস্তান ইরানের পাশে রয়েছে এবং ইরানের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।

 

প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেন, “আজ যদি মুসলিম দেশগুলো নীরব থাকে এবং নিজেদের মধ্যে বিভক্ত থাকে, তাহলে ভবিষ্যতে সবাইকে ইসরাইলের টার্গেট হতে হবে।” তিনি বলেন, ইসরাইলের আগ্রাসন পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি এবং একে প্রতিহত করতে হলে সবাইকে একসাথে হতে হবে।

 

খাজা আসিফ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং জরুরি ভিত্তিতে ওআইসি (Organisation of Islamic Cooperation) বৈঠক ডাকার জন্য উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, “ইসরাইলের হাত মুসলিম রক্তে রঞ্জিত—এমন রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়”।

 

তিনি উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কিন্তু মুসলিম বিশ্ব এখনও সক্রিয় হয়নি। তিনি বলেন, “তাদের বিবেক জাগ্রত হয়েছে, কিন্তু মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে আছে”।

 

খাজা আসিফ পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তিনি বলেন, “পাকিস্তান শুরু থেকেই ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে”।

 

ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ওআইসি’র জরুরি বৈঠকের দাবি জানান, একইসঙ্গে মুসলিম বিশ্বের নীরবতা ভাঙার আহ্বান জানান।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন