সারাদেশ

সিলেটে পাথর কোয়ারির ইতি টানছে সরকার: পরিবেশ উপদেষ্টা

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

শনিবার, ১৪ জুন, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটে নতুন করে আর কোনো পাথর কোয়ারি চালু করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “জাফলংসহ সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সরকার কঠোর অবস্থানে আছে। পরিবেশবান্ধব পর্যটনের উন্নয়নের লক্ষ্যে কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না।”

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “জাফলং একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এখানে পাথর উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, পাড় ভেঙেছে, বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যার পেছনে ‘পাথর জমে থাকা’ নয়, বরং অতিরিক্ত পাথর উত্তোলনই দায়ী। দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।”

তিনি আরও জানান, সরকার এই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। “সিলেটের সৌন্দর্য নষ্ট করে পাথর তোলা চলবে না। জাফলংকে পরিবেশবান্ধব পর্যটন নগরীতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে,”—বলেন তিনি।

ক্রাশার মেইল সরানোর নির্দেশ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
এ সময় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “জাফলংয়ের আগের সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি। অবৈধভাবে পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখান থেকে আপাতত আর কোনো পাথর তোলা যাবে না।”

তিনি জানান, জাফলংয়ের সব ক্রাশার মেইল সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এসব স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, “পাথর শিল্পে যত শ্রমিক কাজ করেন, তার চেয়েও কয়েকগুণ বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব পর্যটন শিল্পের মাধ্যমে। এখানকার প্রকৃতি কাজে লাগিয়ে এই অঞ্চলকে টেকসই উন্নয়নের মডেলে রূপান্তর করা সম্ভব।”

উপদেষ্টাদের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ
পরিদর্শনের একপর্যায়ে জাফলংয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনকারী সংগঠনের নেতাকর্মী ও জনতা উপদেষ্টাদের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। 'ভুয়া ভুয়া' স্লোগানে তারা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দেয়।

প্রায় আধাঘণ্টা ধরে চলা এই অবরোধে উপদেষ্টারা বিক্ষোভকারীদের রোষানলে পড়েন। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন