সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ঈদুল আযহায় ৮০ পরিবারে রেডক্রিসেন্টের মাংস বিতরণ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দেশের সকল জেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে ৮০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

গত রোববার (৮ জুন) দুপুরে বান্দরবান পৌরসভার কেজি স্কুল এলাকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দেড় কেজি করে গরুর মাংসের প্যাকেট ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ, সাবেক যুব প্রধান মোমেন চৌধুরী, ইউসি মেম্বার উম্মে কুলসুম সুলতানা লিনা, কর্মকর্তা নাসরিন আক্তারসহ রেডক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

মাংস পেয়ে খুশি সুবিধাভোগীরা বলেন, "সবার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হয় না। এই উদ্যোগ আমাদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য রেডক্রিসেন্টকে ধন্যবাদ ও ঈদ মোবারক জানাই।"

রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ জানান, “এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত উপজেলার মানুষের কাছেও এ ধরনের সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করব। দুর্যোগপূর্ণ সময়েও রেডক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকবে।”

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন