সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের পাঠানপাড়া মোড়ে অবস্থিত "এরাবিয়ান ফুচকা হাউস" নামের একটি রেস্টুরেন্টে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানায়, টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হলে রেস্টুরেন্ট মালিক মুজিবুর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে কুট্রাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন