সারাদেশ

শাহ আমানত বিমানবন্দরে মাস্ক পরা বাধ্যতামূলক, বাড়ছে স্বাস্থ্য নিরাপত্তা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ৯ জুন, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

ভারতসহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনি হলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয়ে ‘নন টাচ’ থার্মাল স্ক্যানার ব্যবহার করছে মেডিকেল টিম।

বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর জায়গাগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার কার্যক্রম চালানোরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন