সারাদেশ

ভোমরা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল থাকবে স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এ সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানি করা হবে না। ঈদের ছুটি শেষে ১৫ জুন, রবিবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ভোমরা বন্দরে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাক চলাচলের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। তবে ঈদের সময় দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সাময়িক বিরতি দেওয়া হয়ে থাকে, যা দীর্ঘদিনের চলমান প্রথা।

এদিকে ভোমরা চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম ঈদের ছুটিতেও পূর্বের নিয়মে চালু থাকবে। যাত্রীরা যথারীতি পাসপোর্ট প্রদর্শন করে সীমান্ত পার হতে পারবেন।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, বন্দর বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকলেও ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্তে এই সময়টায় বাণিজ্য কার্যক্রম স্থগিত রাখা হয়ে থাকে।

বন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, ১৫ জুন থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে এবং বাণিজ্যে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন