সর্বশেষ

জাতীয়

আজ থেকে শুরু সরকারি ছুটি, কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ঈদের সরকারি ছুটি।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশনে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইন ধরে স্টেশনে প্রবেশ করছেন। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের টিকিট যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে স্টেশনের প্রবেশপথে টিকিট দেখিয়ে ঢুকতে হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপে আরেকবার টিকিট যাচাই হচ্ছে, আর প্ল্যাটফর্মে প্রবেশের আগেও আবার চেক করা হচ্ছে টিকিট।

স্টেশন এলাকায় চুরি-ছিনতাইসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রয়েছে মোবাইল কোর্টের নজরদারিও।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, “নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।”

তিনি আরও জানান, সকাল থেকে এখন পর্যন্ত ১৫টি ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। আজ সারাদিনে মোট ৬৩টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে বলে জানান তিনি। এ পর্যন্ত কোনো ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েনি, যা যাত্রীদের জন্য স্বস্তির বিষয়।

এদিকে ঈদযাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরাও। 

সার্বিকভাবে ঈদের প্রথম দিনের যাত্রা ছিল স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল। কর্তৃপক্ষের এমন ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন