সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত প্রার্থীদের নাম ঘোষণা

 দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি
 দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি

বুধবার, ৪ জুন, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ জুন) সকাল ৭টায় উপজেলার তারাগুনিয়া নিউ চাইল্ড মডেল একাডেমি স্কুলে এক কর্মী সমাবেশে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার।

ঘোষিত প্রার্থীরা হলেন—উপজেলা চেয়ারম্যান পদে আরজ উল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান বুলবুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মমতাজ খাতুন।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা আমির শিক্ষাবিদ উপাধ্যক্ষ বেলাল উদ্দীন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার বলেন, "জনগণের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীরা নিরলসভাবে কাজ করবেন। নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে জয়ী হতে আমরা আশাবাদী।"

৪৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন