সারাদেশ
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

গাজীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে শ্রমিক আত্মহত্যার ঘটনা ঘিরে শুরু হওয়া আন্দোলনের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। তবে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু গুলি বা টিয়ারসেল নিক্ষেপের কোনো ঘটনা হয়নি।” তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর