সারাদেশ

ধোবাউড়ায় বিএসএফ-এর ‘পুশইন’: ১২ বাংলাদেশি নাগরিক আটক

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে।

মঙ্গলবার ভোররাতে (৩ জুন) রাত ১টা ৩০ মিনিটে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং অধিকাংশের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।

জানতে চাইলে আটক ব্যক্তিরা বলেন, ২০০৫ সালে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তারা গুজরাট রাজ্যে পরিবারসহ বসবাস শুরু করেন এবং মূলত মুরগির দোকানে কাজ করতেন।

প্রায় ১০ দিন আগে গুজরাট পুলিশের অভিযানে বিভিন্ন দোকান থেকে তাদের আটক করা হয়। পরে দীর্ঘপথে গাড়িতে করে এনে মঙ্গলবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের মুন্সিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের নায়েব সুবেদার খাইরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন