জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ আজ শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশন আজ দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে।

বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের উদ্বোধন করবেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, "এই সংলাপের মাধ্যমে আমরা ‘জুলাই সনদ’ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব বলে আশাবাদী।"

আজাদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চলবে। সোমবারের পর ঈদের আগেও এবং ঈদের পরে আরও ২-১টি সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন