জাতীয়
সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে আবারও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি

স্টাফ রিপোর্টার
রবিবার, ১ জুন, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে আবারও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
যানজটের কারণ হিসেবে ট্রাফিক পুলিশ জানিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকায় এই সড়কে আগেই ধীরগতি লক্ষ্য করা যাচ্ছিল। ফলে যানজট এখন আরও প্রকট হয়েছে।
চলমান নির্মাণকাজ ও বৈরি আবহাওয়ার কারণে গাড়িগুলোকে ধীরে চলতে হচ্ছে, ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ভোগ।
২৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর