সর্বশেষ

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় পাথর খনিধসে ১০ জন নিহত, নিখোঁজ বহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩১ মে, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথরের খনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার সিরেবন জেলার গুনুং কুদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধসে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না ঠিক কতজন নিখোঁজ আছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা ধসে পড়া স্থানে মরদেহ উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজে ব্যবহৃত তিনটি খননযন্ত্রসহ বেশ কিছু ভারী যন্ত্রপাতিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খনি ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকা নতুন করে ধসের ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, “এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি জীবন ও পরিবেশের জন্য হুমকি তৈরি করছে।” তিনি আরও জানান, প্রদেশের চারটি ঝুঁকিপূর্ণ খনি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উদ্ধারকাজ শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন