সর্বশেষ

জাতীয়

নিম্নচাপটি লঘুচাপে পরিনত, পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে।

তবে এর প্রভাবে দেশের সাতটি বিভাগে শনিবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে শেরপুর ও আশপাশের মেঘালয় অঞ্চলে অবস্থান করছে এবং এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৪ ঘণ্টায়—রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে।

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা পরে ধাপে ধাপে ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং সর্বশেষে আবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় সতর্কতা:
স্থলভাগের এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন