সর্বশেষ

খেলা

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সরকারের পক্ষ থেকে দায়িত্ব ছাড়ার পরামর্শ পেলেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বাসভবনে ফারুক আহমেদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানেই বোর্ড সভাপতির পদে তাকে আর দেখতে চায় না সরকার—এমন ইঙ্গিত দেন ক্রীড়া উপদেষ্টা।

তবে বৃহস্পতিবার ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে দেওয়া এক বক্তব্যে ফারুক আহমেদ বলেন, "ক্রীড়া উপদেষ্টা আমাকে সরাসরি পদত্যাগ করতে বলেননি। তিনি শুধু বলেছেন, তারা আমার সঙ্গে আর কাজ করতে চান না। কিন্তু আমি পদত্যাগ করছি না, কারণ আমি একটি বৈধ নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছি।"

জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি পরিচালক মনোনীত হন ফারুক আহমেদ। এরপর বোর্ড সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

যদিও সরকারের অনিচ্ছার কারণে তাকে চাপের মুখে পড়তে হচ্ছে, তবুও ফারুকের বক্তব্য, জোরপূর্বক তাকে অপসারণের কোনো সুযোগ নেই। তেমনটি হলে সেটা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দৃষ্টিতে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং বাংলাদেশ ক্রিকেট নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।

এদিকে, বিসিবির নেতৃত্বে পরিবর্তনের জন্য বিকল্প ভাবনায় রয়েছে ক্রীড়া উপদেষ্টার দপ্তর। আলোচনায় রয়েছে সাবেক অধিনায়ক এবং আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুলের নাম। জানা গেছে, তাকে ইতোমধ্যে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন।

বুলবুল জানিয়েছেন, তিনি অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নিয়ে বিসিবিকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে চান। তবে আসন্ন বোর্ড নির্বাচনে তিনি প্রার্থী হবেন না বলেও জানান।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন